Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ

  • ডিজিটাল কনটেন্ট দিয়ে শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 
  • সকাল শিক্ষকগনের ওয়েব ডাটা বেইজড সম্পন্ন করা হয়েছে।
  • সকল কর্মকর্তা, কর্মচারী ও  শিক্ষকগনের বেতন ও ভাতাদি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
  • সকল প্রতিষ্ঠানের ওয়েব ডাটাবেইজড (প্রাথমিক বিদ্যালয় ই- ব্যবস্থাপনা) তথ্য সম্পন্ন হয়েছে এবং আপডেট করা হচ্ছে।
  • সকল প্রতিষ্ঠানের ভৌত ও অবকাঠামোগত সকল তথ্য ওয়েববেইজড ডাটা (E-Primary School System) সম্পন্ন করা হয়েছে।
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওয়েববেইজড ভিত্তিক ইনোভেশন সাইট (আপনার উদ্ভাবন আমরা করব বাস্তবায়ন) ব্যানারে খোলা হয়েছে।
  • শিক্ষক নিয়োগ শতভাগ অনলাইনে সম্পন্ন করা হচ্ছে।
  • প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সকল কার্যক্রম নির্ধারিত সফটওয়ার এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
  • সকল কর্মকর্তা/কর্মচারীগণের ওয়েব ডাটাবেইজড তথ্য (Information for Personnel Management) সম্পন্ন হয়েছে।
  • প্রাথমিক শিক্ষার সকল আর্থিক হিসাবাদি ওয়েববেইজড (DPE Accounting System ) এর মাধ্যমে করা হয়েছে। সকল বিল স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে।
  • ৩য় হতে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীর মাঝে স্থানীয়, ব্যক্তি, এনজিও, প্রশাসনের উদ্যোগে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
  • প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য ওয়েববেইজড Primary Education Property Management System চালু করা হয়েছে।
  • পরিদর্শনকারী কর্মকর্তা কর্তৃক নির্ধারিত এ্যাপস (E-monitoring School System) ব্যবহার করে সকল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।